সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার গ্রামীন জনপদের বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত কিশোরীরা জীবন দক্ষতা সেশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেকসই আত্মনির্ভরশীল জীবন গঠনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রয়েছে।
বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আয়োজনে কিশোরীদের বাল্যবিয়ে মুক্ত স্বপ্নীল ভবিষ্যত জীবন গঠনে বাঘা উপজেলায় পাইলটিং প্রকল্প হিসেবে স্বপ্নসারথি দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বপ্নসারথি দলের কিশোরীরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং অধিকার রক্ষার কৌশল আয়ত্ত করার সুযোগ পেয়ে বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে।
মঙ্গলবার (২১ মে) বিকেল ৩ টায় বাঘার কলিগ্রামে স্বপ্নসারথি দলের ১০ম মাসের জীবন দক্ষতা উন্নয়ন সেশন – আমার সিদ্ধান্ত আমার অধিকার বাল্যবিয়ে রুখবো এবার- পর্ব -২ অনুষ্ঠিত হয়েছে।
অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় স্বপসারথি দলের সদস্যরা তাদের বাড়ির কাজ উপস্থাপন করেন। সেশন শেষে পুনারালোচনায় অংশগ্রহণ মৃলক আলোচনা করেন ২০২৪ এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস স্বপ্ন সারথি কিশোরী সদস্য মোসাঃ সুর্মি আক্তার।
এ বিষয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য বাঘা রহমাতুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি বলেন বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ব্র্যাকের চমৎকার পদক্ষেপ। এই কার্যক্রম টি প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়ন এখন সময়ের দাবি।