মোঃ ফরহাদ হোসেন খলিল
স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭ নং ওয়ার্ডে ড্রেন পরিস্কারের কাজ চলছে তারই ধারাবাহিকতায় আজ ৪৭ নং ওয়াডের কে টু পিছনে ড্রেন পরিস্কারের করা হয়।বর্ষাকাল হওয়ার কারণে বৃষ্টি হলেই যেন ভরে যায় ড্রেন গুলো৷ উঠে যায় রাস্তায় পানি চলাচলের ঘটে ব্যাঘাত
বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হলেও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন একালায় সহ বেশ কয়েকটি রাস্তায়৷মোর কোন মাস্টার পাড়া শহীদ কিয়ামদিন মাস্টার রোডে হালকা বৃষ্টি হলেই যেন পানিতে রাস্তা তলিয়ে যায়৷ সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানির পরিবেশ তৈরি হয়ে যায়
এলাকাবাসীর সাথে কথা বলে জানা হালকা বৃষ্টি হলেই আমাদের শহীদ কিয়ামদিন মাস্টার রোড টি পানিতে তলিয়ে যায়৷
এর ফলে এলাকার হাজার হাজার মানুষ মুখোমুখি হয় চরম দুরবস্থার। সব বয়সি মানুষকে এই পানি দিয়ে স্কুল, কলেজ অথবা তার কর্মক্ষেত্রে পৌঁছতে হয়।
তবে, নিদিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য মানুষকে সচেতন করতে হবে। এবং সংশ্লিষ্ট প্রতিনিয়ত ড্রেন পরিস্কার করে ড্রেনের পাইপগুলোকে সচল রাখে সে ব্যবস্থা করতে হবে। তাহলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা যায়।
আসুন সবাই মিলে নিজ নিজের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখি৷ এভাবে সকলকে একসঙ্গে৷কাজ করতে হবে বলে জানান ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন কাউন্সিলর ৪৭ নং ওয়ার্ড