মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আগামী (২৯মে বুধবার)ষষ্ট উপজেলা সাধারণ নির্বাচন তৃতীয় ধাপের ভোট গ্রহনকে কেন্দ্র করে ১৯ শে মে রবিবার মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টার সময় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ও রিটানিং কর্মকর্তা সরকার অসীম কুমার,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক,অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান।