মোঃ সফিকুল ইসলাম নাজির
বিশেষ প্রতিনিধি (নরসিংদী
আজ (০৪) চার ই মে রোজ শনিবার ।
আসছে আগামীকাল রোজ রবিবার থেকে দেশেশুরু হতেযাচ্ছে বৃষ্টিবলয় জুঁই ৩।
যা চলতে পারে আগামী ১৫ ই মে পর্যন্ত।
অনেক শক্তিশালী তাপপ্রবাহ চলার পর এই বৃষ্টি যায় বলয় টি আসছে, ফলে এই বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থেকে যায়।
হটাৎ করে পশ্চিম আকাশে মেঘ, এরপর প্রচন্ড দমকা হাওয়া তারপর বজ্রবৃষ্টি এরপর আবহাওয়া পরিস্কার।
এভাবে আবহাওয়া চলতে পারে।
শুধুমাত্র সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দীর্ঘখন বৃষ্টি থাকতে পারে।
আর দেশের অপর এলাকায় সল্পস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বৃষ্টি বলয় জুঁই এর ১১ দিনে
সিলেট বিভাগে ৯ থেকে ১০ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
চট্টগ্রাম বিভাগে ৭ থেকে ৯ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
রাজশাহী বিভাগে ৪ থেকে ৬ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
খুলনা বিভাগে ৭ থেকে ৯ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকা বিভাগে ৮ থেকে ৯ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
বরিশাল বিভাগে ৭ থেকে ৮ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
রংপুর বিভাগে ৪ থেকে ৬ দিন বৃষ্টির সম্ভাবনা আছে ও
ময়মনসিংহ বিভাগে ৭ থেকে ৮ দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
অধিকাংশ বৃষ্টি থাকতে পারে দুপুরের পর হতে গভীর রাতের আগ পর্যন্ত।
সুতরাং দেশের পশ্চিমে মেঘ দেখলে নিরাপদ আছ্রয়ে চলে যান। কারন এই মেঘে তীব্র বজ্রপাত থাকতে পারে।
অপরদিকে এই বৃষ্টি বলয়ের কারনে দেশের নদী ও উপকূলীয় সাগর হটাৎ হটাৎ করে উত্তাল হয়ে যেতে পারে, তাই আপনারা আবহাওয়া লেটেস্ট সংবাদ না জেনে নদী ভ্রমনে নামবেন না।
এই বৃষ্টি বলয়ের পর দেশের দিকে ১০ দিন এর জন্য একটি তাপপ্রবাহ আসবে।
বি দ্র : এইবছর বর্ষাকালে রেকর্ড করতে পারে দেশে অত্যধিক বৃষ্টিপাত, তাই বড় ধরনের বন্যা হবার আশঙ্কা থেকে যায়, অবস্য দেখাযাক কি হয়,
বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন।