অটোভ্যান চালক হত্যার মূলহোতা গ্রেফতার

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ডের অটোভ্যান ছিনিয়ে নিতে নৃশংসভাবে হত্যা করা হয় এক চালককে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

 জানা যায়,চলতি মাসের (১১) এগারো এপ্রিল ভোরে পূবাইলের পদহারবাইদ কালুমার্কেট এলাকা পাকা রাস্তার ঢাল থেকে মাজুখান এলাকার বাসিন্দা অটোভ্যানচালক কবির হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

 তিনি (১০) দশ ই এপ্রিল সন্ধ্যায় কবির ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কবিরের স্ত্রী। পরদিন তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে দুষ্কৃতকারী তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় কবিরের ভাই মোঃ জাকির হোসেন (৩২) অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, বুধবার (২৪ এপ্রিল) ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই হুমায়ুন কবির, এসআই উত্তম কুমার সূত্রধর, এসআই মারফত আলী, এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলসহ আশপাশ এলাকার সিসি ফুটেজ পর্যালোচনা করে শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা হতে মোঃ মোহন মিয়া ওরফে মুমিন মিয়া (২৮), কে গ্রেফতার করা হয়েছে।

 মোহন মিয়া ওরফে মুমিন মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের মনু মিয়া ছেলে বর্তমানে পূবাইল থানাধীন মাঝুখান এলাকার (মনির শাহ এর বাসার ভাড়াটিয়া)।

 আসামী ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে জানায় যে, চাঁদ রাত অর্থাৎ (১১) এগারো এপ্রিল রাতে আসামি অটোভ্যান ভাড়া নিয়ে মাজুখান এলাকা হতে হারবাইদ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে অটো ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 অটো ভ্যান চালক বাঁধা দিলে তাকে চাকু দ্বারা পার (আঘাত) দিয়ে অটোভ্যান চালককে রাস্তার পার্শ্বে ফেলে রেখে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। মূলত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার জন্যই অটোভ্যান চালককে হত্যা করেছে। আসামীর বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *