কালাই উপজেলা প্রতিনিধি : সুকমল চন্দ্র বর্মন।
বৃহস্পতিবার (১৮ ই এপ্রিল )রাত ৯ টায় কালাই থানার অফিস ইনচার্জ (ওসি) ওয়াসিম আলবারী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১৭ ই এপ্রিল বিকালে কালাই উপজেলার উদয়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, কালাই উপজেলার উদয়পুর গ্রামের শাহ সুলতান (৫০)লুৎফর রহমান বল্টু (৫৪)এবং শুকটিগাড়ি গ্রামের আবুল কালাম আজাদ (৪০) ও চুরি মামলার আসামি মাত্রায় ইউনিয়নের ভাউজার পাড়া গ্রামের তোফাজ্জল হোসেন। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কালাই উপজেলার উদয়পুর গ্রামের একটি বাগানের ভিতর কতিপয় জুয়ারী টাকার বিনিময়ে তাস খেলছে। এমন সংবাদ এর ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। বাকিরা পালিয়ে গেলেও চার জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়। কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন আসামিরা পেশাদার জুয়ারী। দীর্ঘদিন ধরে তারা এলাকার বিভিন্ন জায়গায় জুয়ার আসর পরিচালনা করে আসছে।তারা একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।