নিজস্ব প্রতিনিধি:
আমাদের বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। বাংলাদেশের উন্নয়নে কৃষি তথা কৃষক দের অবদান অতুলনীয়। কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের দেশে কৃষকরা প্রয়োজন মতো সুবিধা পান না। তাই, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি রেজি নং ৪৩৬/২০১৬, তানোর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মাসিক সাধারণ সভা আজ তানোর গোল্লা পাড়া বাজারে বিকাল পাঁচ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় তানোর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক গন অংশ গ্রহন করে নানাবিধ আলোচনা ও দাবি তুলে ধরেন। কৃষকরা বলেন যে তানোর উপজেলা কৃষিতে ব্যাপক অবদান রাখেন। কিন্তু কৃষক গণ কৃষি কাজ পরিচালনা করতে তথা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে অতি প্রয়োজনীয় ডিএপি, এমওপি, ইউরিয়া এবং জমিতে সেচ দিতে অতিরিক্ত টাকা গুনতে হয় বলে আক্ষেপ করে এমন অভিযোগ করেন। কৃষক গণ আরো বলেন যে বিভিন্ন সারের ডিলার মালিকরা নানা ষড়যন্ত্র করে সারের দাম কৃষক দের নিকট থেকে অনেক বেশি আদায় করেন। কৃষক গন আরো উল্লেখ করে বলেন যে সেচের জন্য যে সমস্ত গভীর নলকূপ রয়েছে সেগুলোর অপারেটরা সময়মত সেচের পানি দেন না এবং অপারেটর গন সেচের দাম হিসেবে অতিরিক্ত টাকা আদায় করেন। অপারেটররা কৃষক দের কোন কথা শোনেন না এমন নানা অনিয়মের কথা কৃষক গন অনেক আক্ষেপ করে বলেন। উপস্হিত কৃষকরা আরো বলেন এমন অপারেটর দের বাদ দিয়ে কোন দলীয় অপারেটর নিয়োগ না দিয়ে কৃষক দের পছন্দ ও কৃষক দের সমিতির মধ্য দিয়ে আদর্শ বান কৃষক দেখে অপারেটর নিয়োগ দিতে হবে। এক কথায় কৃষকরা বলেন যে কৃষিতে তারা যেন সব সময় সহজ ভাবে সকল সুবিধা পান এই আশা কৃষক সমাজের।
আজকের এই কৃষি বান্ধব আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত সোসাইটির তানোর উপজেলা শাখার সভাপতি – তানোর উপজেলার অহংকার, কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ বান কৃষক এবং কৃষি বিজ্ঞানী নামে পরিচিত জনাব মোঃ নূর মোহাম্মদ, সহ সভাপতি জনাব আ: ছামাদ, সহ সভাপতি জনাব জাইদুর রহমান, সহ সভাপতি জনাব নূর ইসলাম, সাধারণ সম্পাদক জনাব আজাহার সরদার, সহ সাধারণ সম্পাদক জনাব আলমাস আলী, সহ সাধারণ সম্পাদক জনাব জুয়েল উদ্দিন, ক্যাশিয়ার জনাব ফজলুর রহমান সহ কমিটির সকল সদস্য বৃন্দ ও কৃষক গন ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত কমিটির পক্ষ থেকে চারটি দাবির কথা উল্লেখ করেন। তা হল- (ক) সরকারি মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে হবে, (খ) গভীর নলকূপ সমিতির মাধ্যমে পরিচালনা করতে হবে (গ) সকল প্রকার কীটনাশক ও সারের দাম কম করতে হবে এবং (ঘ) ভুমি অফিসে জমির খারিজ খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায় এবং হয়রানি বন্ধ করতে হবে। সকল কৃষকরাও এই সব দাবি দ্রুত বাস্তবায়ন করার অনুরোধ করেন।
আজকের আলোচনা সভার সকল আলোচনা শেষ করে সামনে উক্ত সোসাইটির আরো উন্নতি তথা কৃষক সমাজের সার্বিক উন্নয়ন কামনা করে সভাপতি মহোদয় আজকের আলোচনা শুশৃঙ্খল ভাবে সমাপ্ত ঘোষণা করেন।