চট্টগ্রামের মীরসরাইয়ে ৭০ বিদেশী বিনিয়োগকারীর ইকোনমিক জোন পরিদর্শনে

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম: শিল্প নগর/্
ইকোনমিক জোন পরিদর্শনে
আসলেন ৭০ বিদেশী বিনিয়োগকারীরা।
এদের মধ্যে কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত সহ বিভিন্ন দেশের প্রায় ৭০ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মীরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) পরিদর্শন করেছেন তারা।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) তারা পরিদর্শন করেতে আসেন।
সকালে ঢাকা থেকে তারা বিশেষ একটি বিমান যোগে চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তারা সরজমিন এনএসইজেড পরিদর্শনে চলে যান।
বর্তমান দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
দিনব্যাপী এই সফরের মাধ্যমে তারা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, বিনিয়োগ সুবিধা ও শিল্প স্থাপনের সমুহ সম্ভাবনা সরেজমিনে দেখার সুযোগ পান।
এ সময় সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতিনিধিরা ও সফরকারীদের সাথে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *