ভর্তি পরীক্ষা ঘিরে রিকশা ভাড়া নৈরাজ্যঃ ছিড়ে ফেলা হয়েছে চার্ট

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রিক্সার ভাড়া নির্ধারন করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। লিও ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের পক্ষ থেকে ক্যাম্পাসে কিছু মেইন পয়েন্টে ব্যানার লাগানো হয়। কিন্তু রিকশা ব্যবসার সাথে জড়িত রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী দ্বারা (৩৫) টি ব্যানার ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিগত কয়েক বছর ভর্তি পরীক্ষার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিকট থেকে মাত্রাতিরিক্ত রিকশা ভাড়া আদায় করায় এবছর ভর্তি পরীক্ষায় লিও ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২১-০২-২০২৪ তারিখ প্রশাসন কর্তৃক নির্ধারিত রিক্সা ভাড়ার ৩৫টি ব্যানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়।

ব্যানার ছিড়ে ফেলার ব্যাপারে লিও ক্লাবের সাধারণ সম্পাদক আল মাহাদী বলেন, বহিরাগত দের সুবিধার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লিও ক্লাব ওয়ান প্লাস এর পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিক্ষার আগেরদিন সারারাত কাজ করে ব্যানার গুলো স্থাপন করা হয়েছিল। ক্যাম্পাসে ৩৫ টি ব্যানার লাগানো হয়েছিল। সবগুলো হলের সামনে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুরাদ চত্বর, প্রধান গেট, বিশ মাইল গেট, প্রান্তিক গেট, সবগুলো ফ্যাকাল্টি সামনে, শহীদ মিনার, টিএসসি, চৌরঙ্গী, টারজান পয়েন্ট লাগানো হয়েছে। এখন সবগুলো জায়গায় ব্যানার গুলো ছিড়ে ফেলা হয়েছে। দুই থেকে তিন চারটা ভালো আছে। নাম না জানা এক ব্যক্তি জানায় তিনি টারজান পয়েন্টে এক প্যাডেল চালিত রিক্সা চালক কে এসব ছিড়তে দেখেছেন। ধারণা করা হচ্ছে যারা রিক্সা চালায় এবং এই রিকশা ব্যবসার সাথে যারা জড়িত আছে তারা এ কাজটি করেছে।

প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন,আমি আজ দুপুরেই জেনেছি। আমি খোঁজ লাগিয়েছি। ব্যানার ছিড়ে ফেলার তথ্য সঠিক। আমি সবই অবগত আছি। আমি টোটাল সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। আজকে রাতে যারা ডিউটিতে আছে তাদেরকে বলে দিয়েছি গোপন তথ্যের মাধ্যমে সবকিছু খুঁজে বের করতে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর আ,স,ম ফিরোজুল হাসান বলেন, এই ক্লাবের সাথে আমার কখনো কথা হয় নাই। আমি জানিনা তারা কোথায় কোথায় কি জিনিস লাগিয়েছে। তবে লিও ক্লাবের উপদেষ্টা বিকেলে আমাকে ব্যানার ছিড়ে ফেলার তথ্য জানিয়েছিল। আমার কমিটিকে বলে দিয়েছি তারা খোঁজ নিচ্ছে। তাছাড়া এই চার্ট কোথায় লাগিয়েছিল কি লাগিয়েছিল এগুলো আমি জানি না। আমার সাথে যোগাযোগ করে লাগিয়েছে বলে মনে হয় না। যোগাযোগ করুক আর না করুক তবে এটা একটি ভালো কাজ। আমি লিও ক্লাবের কাজটা কে সাপোর্টা দেয়ার চেষ্টা করছি। তারা ভাল কাজ করছে শিক্ষার্থীদের মঙ্গল করার চেষ্টা করছে আমরা এটাকে এপ্রোসিয়েট করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *