মোঃ শিহাব উদ্দিন টোকন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী ভাড়া করে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এতে ঘটনায় সেনাবাহিনী দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (৫ এপ্রিল) তাদের নাটোর আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন মোরদহ গ্রামের মৃত মাদার প্রামানিকের ছেলে আসমত আলী ও মৃত সাধু মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম কালু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুখেন মন্ডলের ওয়ারিশ না থাকায় তার আপন ভাই ও ভাতিজা বিনয় কুমার ও নিতাই কুমার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। শুক্রবার সকালে আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর হাসেমপুর গ্রামের ওই জমিতে যান বিনয় ও তার লোকজন। এসময় নিতাইয়ের পক্ষে গিয়ে উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেনের নেতৃত্ব প্রতিপক্ষের তিন জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। এঘটনায় লালপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
এবিষয়ে ভুক্তভোগী বিনয় কুমার বলেন, আমি যে জমিটা দীর্ঘদিন ধরে আবাদ করতেছি এই জমিটা আমি আমার ভাতিজা আমার ছেলে সহ চাষাবাদ করতে গেলে আমার কাকা দেবেন্দ্রনাথ মন্ডল ও তার জামাই নিতাই কুমার সন্ত্রাসী ভাড়া করে হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে আক্রমণ চালায়। এ বিষয়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম হোসেন বলেন, আমি দলীয় প্রভাব খাটাই নি বরং নিতাই অসহায় মানুষ হওয়ায় তার পাশে দাঁড়িয়েছি। এসময় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে নাটোর আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।
