মোঃ ফরহাদ হোসেন খলিল
গাজিপুর জেলা প্রতিনিধি
দীর্ঘ ১ যুগ পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেয়েছে একজন এক্সট্রিম লেভেলের গাটস সমৃদ্ধ প্রধান নির্বাচক। আর গাটস থাকবেই বা না কেনো?
কে এই গাজী আশরাফ হোসেন লিপু? উনি বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক। ১ম বিপিএলের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। সবচেয়ে বড়ো কথা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের বেশির ভাগ মানুষেরই গাটস থাকে৷ সেটা নান্নুর আগের কমিটির প্রধান নির্বাচক ফারুক আহমেদও দেখিয়েছেন। আতাহার আলী দেখাচ্ছেন কমিন্ট্রি বক্সে। ১৮ কোটি মানুষের দলে কেনো অটোচয়েজ থাকবে? কেনো সফটকর্নার এর সুযোগ থাকবে।
সিম্পল হিসেব। আউট অফ ফর্ম আউট৷ কিছু দক্ষ নির্বাচক না থাকলে জাকের, রিশাদরা বাংলাদেশ দলে সুযোগ পেতো না। বাংলাদেশে কোয়ালিটি প্লেয়ারের অভাব নাই৷ অন্তত ১০ জন ওপেনার রেডি আছে৷ দলের পরিবেশ ঠিক করা গেলে তামিম ইকবালকেও ফেরানো হতো পারে যেহেতু বর্তমান প্রধান নির্বাচকই এখন সিলেকশন কমিটির চেয়ারম্যান। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে আরএ ৩ জন ব্যাটার জাতীয় দলে আসতে পারেন৷
১. পারভেজ ইমন
২. শাহাদাত দিপু
৩. আরিফুল ইসলাম
দিপু অলরেডি টেস্টে সুযোগ পেয়েছে৷ আরিফুল যেভাবে খেলছে ওয়ানডে দলে আসবে দ্রুতই। এবছর না হলেও ২০২৫ সালে আসবে কারণ ততদিনে মুশফিক, মাহমুদউল্লাহ বিদায় নেবেন৷
Well done Gazi Ashraf Hossain lipu.