স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম হিন্দু পাড়ায় ৫ ই চৈত্র১৪৩০ মঙ্গলবার অধিবাসের মধ্য দিয়ে ৬ ও ৭ ই চৈত্র ১৪ ৩০ বুধবার ও বৃহস্পতিবার ১৬ পহর ব্যাপী দুই দিন নীলা কীর্তন চলবে,
ভোগ মহোৎসব ০৮ ই চৈত্র ১৪৩০ শুক্রবার কুঞ্জ ভঙ্গ শ্রী মহাপ্রভু ভোগ ও মহা প্রসাদ পরিবেশনের মধ্য দিয়ে ৯ই চৈত্র ১৪৩০ শনিবার মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এই নীলা কীর্তনের সমাপ্ত ঘটবে, সভাপতি শ্রী মুকূল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল বর্মন অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানের আশার আলো ফুটেছেন ও গ্রামের ইয়াং যুবক ছেলেদের ও ভূমিকা রয়েছে,এই অনুষ্ঠানে সকল ভক্তবিন্দু উপস্থিত থাকার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকে নিমন্ত্রণ করেছেন।