বাঘা(রাজশাহী) প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাঘা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বরে নির্বাহী অফিসার তরিকুল ইসলামের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোঃ লায়েব উদ্দিন লাভলু , ভাইস-চেয়ারম্যান মোঃ মোকাদ্দেস আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খাতুন (লতা), সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুয়েল আহম্মেদ , অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল , বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।