অবন্তিকার আত্মহত্যায় সহপাঠী আম্মান ও সহকারী প্রক্টরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: পুলিশ –

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। রোববার(১৭ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, গ্রেপ্তার শিক্ষার্থী আম্মান ও অব্যাহতি পাওয়া সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ডিএমপির যতটুকু কাজ তা সম্পূন্ন করা হয়েছে। আমরা আশা করি, এই ঘটনার প্রকৃত সত্য, এর সাথে অন্য কোনো কারণ আছে কিনা সেই বিষয়গুলো তদন্তের মাধ্যমে কুমিল্লা কোতয়ালী পুলিশ বের করে আনবে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা নজরদারিতে ছিলেন। কুমিল্লার কোতোয়ালী থানায় একটি মামলা হওয়ার পর তাদের আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের কাছে আজকে তাদের হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তে এখন তারা বিশদভাবে খতিয়ে দেখবেন যে, তাদের প্ররোচনায় তাদের সংশ্লিষ্টতা কতখানি গভীর।

তিনি জানান, প্রাথমিকভাবে তারা আমাদের ঘটনার খণ্ডিত অংশ জানিয়েছে। তদন্তের আগে পূর্ণাঙ্গ অংশ বলা সম্ভব না। প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে। তবে গভীরতা কতখানি বা তাদের কার দিকে কত দায় সেটি এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *