নারীদের এগিয়ে না নিলে সমাজ এগিয়ে যাবে না: এমপি আসাদ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক

নারীদের এগিয়ে না নিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। শুক্রবার রাজশাহীর মোহনপুরে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের কোটা আছে। পুরুষদের কোন কোট নেই। চাকুরির ক্ষেত্রেও নারীদের এগিয়ে রাখা হয়েছে। এই জায়গাটায় আপনারা অবশ্যই এগিয়ে যাবেন এবং এগিয়ে যেতে হবে। যদি নারীদের এগিয়ে না নিয়ে যাওয়া যায় তাহলে এই সমাজ এই দেশও বেশি দূর যাবে না।

এমপি আসাদ বলেন, নারীদের এগিয়ে আসতে হবে। তাহলে আপনাদের সকলে সহযোগীতা দিবে। আজ থেকে ১৫ বছর আগে নারীদের অবস্থান ও আজকের অবস্থান আকাশ পাতাল পার্থক্য। সেই জায়গা থেকেই নারী পুরুষ যেই হোক সমঅধিকার বলতে যেটি বোঝায় সেটির অপব্যাখায় না গিয়ে বাস্তবতায় আসতে হবে। নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাবে। আমরা আমাদের উদার মানসিকতা দিয়ে এক সাথে পথ চলাতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে আসাদ আরো বলেন, আজকে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে যে অগ্রগতি হয়েছে সেটি চলমান থাকুক। নারীরা যদি শিক্ষিত হতে পারে তবে তাকে শশুর বাড়িতে কারো উপরে নির্ভরশীল হতে হবে। সে আজকের স্মার্ট বাংলাদেশে কোন নো কোন কাজ করবে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ কবিরাজ, মোহনপুর থানার ওসি হরিদাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *