কৃষিমন্ত্রীর কাছে পরিচয়পত্র জমা দিলেন এফএও প্রতিনিধি –

কৃষি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

কৃষি, প্রকৃতি ও পরিবেশ ডেস্ক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে গিয়ে পরিচয়পত্র জমা দেন তিনি।

এ সময় এফএও প্রতিনিধিকে স্বাগত জানিয়ে আব্দুস শহীদ বলেন, এফএও বাংলাদেশে কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের খাদ্যের ঝুড়ি সব সময় ভরপুর রাখতে চাই। এ মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে। তবে নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় খাদ্য ঘাটতি দেখা দেয়। সেজন্য খাদ্য উৎপাদন আরো বাড়াতে ও টেকসই করতে এফএওর আরো সহযোগিতা প্রয়োজন।

এফএও প্রতিনিধি জিয়াওকুন শি বাংলাদেশে সহযোগিতা আরো বাড়াতে উদ্যোগ গ্রহণ করবেন বলে মন্ত্রীকে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *