মোঃ শাকিল আহামাদ স্টাফ রিপোর্টার রাজশাহী
ঈদ মানে মিলন ঈদ মানে একতাবদ্ধ পথচলা এরই ধারাবাহিকতায় রাজশাহীতে গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ এপ্রিল সন্ধ্যায় নগরীর ২ নং ওয়ার্ড ঠাকুর মারা বিএম কলেজ মোর গন অধিকার পরিষদ দলীয় আঞ্চলিক কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর শাজাহান আলী, সহ-সভাপতি, গনঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল বাতেন বাবু , সদস্য সচিব, রাজশাহী মহানগর। তারা বলেন, গণধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজ আমরা আমাদের নেতাকর্মীদের মাঝে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছি। জনগণের মতামত নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা জনগণের কথা স্মরণ করেই ভবিষ্যতে কাজ করতে চাই। আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই।
সভাপতিত্ব করেন, মোঃ সোহেল রানা, যুগ্ন আহবায়ক, গন অধিকার পরিষদ রাজশাহী মহানগর। তিনি তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ, রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। এবং ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।
ঈদ পুনর্মিলনী ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক , গন অধিকার পরিষদ রাজশাহী মহানগর, মোঃ আরদেশ আলী রানা, যুগ্ন সদস্য সচিব, গণধিকার পরিষদ রাজশাহী মহানগর।
মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ এশারুল, কার্যকরী সদস্য , আব্দুল আলিম, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, মোঃ ইসমাইল, ছাত্র অধিকার পরিষদ ,রাজশাহী মহানগর সহ বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ, রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দরা।