বাঘায় চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেফতার

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ হালিম কাজী রাজশাহী

রাজশাহীর বাঘায় চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাজার এলাকা থেকে বাঘা থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-রাজশাহীর টিকাপাড়া গোরস্থান মহল্লার মঞ্জুর রহমানের ছেলে শিমুল হোসেন হৃদয় (২০), একই মহল্লার আলমগীর হোসেনের ছেলে মাহমুদুর হাসান প্রেম (২১), মৃত সজুন আলীর ছেলে জিসান হোসেন আশিক (২৪)।

এ বিষয়ে বাঘা থানার এসআই নাজমুল হোসেন বলেন, চুরি করা মোটরসাইকেল নিয়ে তারা বাঘা মাজার এলাকা ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন থেকে চুরি পেশার সাথে জড়িত বলে পুলিশের কাছে তারা শিকার করে। তাদের সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর ভদ্রা আবাসিক জামালপুর মহল্লার আবদুর রহমানের ছেলে আবদুর রহিমের বাড়ির সামনে থেকে সোমবার (৪ ফেব্রুয়ারি) এ্যাপাসি আরটিআর লাল রঙ্গের মোটরসাইকেলটি চুরি হয়। এরপর আবদুর রহিম বাদি হয়ে রাজশাহীর চন্দ্রিমা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *