মোঃহালিম কাজী রাজশাহী স্টাফ রিপোর্টার
মালামাল পরিবহনের ট্রাকে ঈদের যাত্রী পরিবহন করলে জরিমানা করছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুঠিয়ার শিবপুরহাট এলাকায়
মালামাল পরিবহনের ট্রাকে ঈদের যাত্রী পরিবহন করলে জরিমানা করছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুঠিয়ার শিবপুরহাট এলাকায়ছবি: প্রথম আলো
ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহন করায় রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চালকদের জরিমানা করা হচ্ছে। উপজেলার শিবপুরহাট এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে হাইওয়ে পুলিশ এই অভিযানে নেমেছে। আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত চারটি ট্রাককে ২ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গত তিন দিনে ১৩টি ট্রাকের চালককে এ রকম জরিমানা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে যেসব যাত্রী ট্রেন বা বাসের টিকিট জোগাড় করতে পারেননি, তাঁদের অনেকেই বিশেষ করে শ্রমজীবী মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে যাত্রা করছিলেন। অনেকে কম ভাড়ার কারণেও ট্রাকের যাত্রী হন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জগামী এ ধরনের যাত্রীবাহী ট্রাকগুলো আটকাচ্ছে পবা হাইওয়ে থানা-পুলিশ। এরপর ঈদযাত্রীদের ট্রাক থেকে নামিয়ে দিয়ে ট্রাকচালককে জরিমানা করা হচ্ছে।
পবা হাইওয়ে থানার ইনচার্জ মোফাকখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়ক পরিবহন আইনের ৭৯-এর ২ ধারা মোতাবেক, যানবাহনে ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহনের দায়ে প্রতিটি ট্রাককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। গত রোববার তিনি এ রকম চারটি, গতকাল সোমবার পাঁচটি ও আজ মঙ্গলবার চারটি ট্রাককে জরিমানা করেছেন।
মোফাকখারুল ইসলাম বলেন, কোনো ট্রাক আগে একবার জরিমানা দেওয়ার পরও যদি এভাবে যাত্রী নিয়ে আসে, তাহলে পরেরবার সেটিকে আইন অনুযায়ী দ্বিগুণ জরিমানা দিতে হবে। তিনি বলেন, এটা এখন স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। তাঁদের কিছুই করার নেই। তবে এখনো দ্বিতীয়বার জরিমানা করার মতো কোনো ট্রাক তিনি পাননি।