জন্মভূমি ডেক্স
রাজশাহী র্যাব-৫ এর সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় এ অভিযান চালায় র্যাব।
আটককৃতরা হলো আমিন অপু (২৮) ও নাইম আলী (২৭)। আমিন দামকুড়ার কসবা এলাকার মিলনের ছেলে ও নাইম দামকুড়া মুরালিপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নগরীর দাসপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় অপু ও নাইমকে আটক করে র্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার হয়।
এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব। পরে তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।