ভুট্টা খেতে কাঁদছিল নবজাতক শিশুটি।
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভুট্টা খেত থেকে দু, তিন দিন বয়সী একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিশুটিকে উপজেলা নির্বাহী কার্যালয়ে নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চরহামকুরিয়া গ্রামের ভুট্টা খেত থেকে নবজাতকটি উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে একুশে নিউজের নিজস্ব প্রতিনিধিকে জানিয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদি হাসান বলেন, ভুট্টা খেতে নবজাতকটি কাঁদছিল। স্থানীয়দের এমন খবর পেয়ে বিষয়টি তাড়াশ থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহেবকে জানান। প্রথমে নবজাতককে উদ্ধার করে লাবনী-শামীম দম্পতির কাছে রাখা হয়। পরে প্রশাসনের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড শিশুটির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে। পরে উপজেলা নির্বাহী কার্যালয়ে নেওয়া হয়। তবে নবজাতকের বাবা-মায়ের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, নবজাতককে অনেকেই দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। তবে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত রাজশাহী ছোটমনি নিবাসে পাঠানো হবে ওই নবজাতক শিশুটিকে।