চট্টগ্রামের সীতাকুন্ডে যুবলীগ নেতাকে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাত্র ১৭ দিনের মাথায় এবার এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ মুসলিম উদ্দিন (৪০)। তিনি মুরাদপুর ইউনিয়নের ৪ নঃ গোপ্তাখালী ওয়ার্ড আ’লীগের সভাপতি তাহের বলির পুত্র এবং ওয়ার্ড যুবলীগের সক্রিয় নেতা ছিলেন।
স্থানীয় লোকজন জানান, মোঃ মুসলিম উদ্দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নিজ এলাকায় অবস্থানকালে একদল দুস্কৃতিকারী তার ওপর ধারালো অস্ত্র সমেতো হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে।
এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, দুর্বৃত্তদের হামলায় মোঃ মুসলিম উদ্দিন নামে এক যুবক খুন হয়েছে।
ঘটনা জানতে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার প্রকৃত কারণ এখনো যায় নি বলে ও জানান তিনি।
উল্লেখ্য, এ ঘটনার ১৭ দিন আগে ২৬ মার্চ সন্ধ্যায় ইফতারের পর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
উপজেলা বিএনপি’র নের্তৃবৃন্দ জানান- আজকে চট্টগ্রাম শহরে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতির অংশে সীতাকুণ্ড উপজেলার প্রায় প্রতিটি এলাকার নেতা-কর্মীরা সকাল থেকে সাংগঠনিক কাজে ব্যস্ত। এবং দুপুরের আগে স্ব স্ব এলাকার নেতা-কর্মীরা চট্টগ্রাম শহরের প্রোগ্রামে অবস্থান কালিন সময়ে এমন ঘটনা ঘটিয়ে সীতাকুন্ডের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর নামান্তরে একটি বিশেষ মহলের অপতৎপরতার অংশে এমন নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে।
নের্তৃবৃন্দ হত্যা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সীতাকুন্ডের আইনশৃঙ্খলার স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *