রাসিকের ১৯ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর নুরুজ্জামান টিটুর ইন্তেকাল করেছেন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মিসেস রত্না খাতুন স্টাফ রিপোর্টার
৪৯ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ইন্তেকাল করেন নুরুজ্জামান টিটু। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নুরুজ্জামান টিটো রাজশাহী সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর হিসেবে পরিচিতি লাভ করেছিলেন মেয়াদকালীন সময়ে। তিনি পরপর দুইবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

তিনি রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

এদিকে তার হাসপাতালে অসুস্থ থাকার খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় শত শত মানুষ এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান।

জানা গেছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় এই সাবেক কাউন্সিলর। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে আইসিউতে নেওয়া হয়। সেখানেই কয় ঘন্টা থাকার পর সন্ধ্যা ৭ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন,মহানগর যুবদলের মাহফুজুর রহমান রিটন, সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ছুটে আসেন তার বাসায়।

এর আগে মাহফুজুর রহমান রিটনসহ দলীয় নেতাকর্মিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও সার্বিক খোঁজ খবর নিতে দেখা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার পিতার নাম মৃত সোলেমান শেখ মেম্বার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু কন্যা ভাই বোন আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে যান রেখে যান।

শুক্রবার বাদ জুম্মা ১৯ নং ওয়ার্ডের রেলওয়ে মাঠে জানাযা শেষে গৌরহাঙ্গা কবরস্থানে দাফন করার বিষয়ে স্বজনরা জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *