নিজস্ব প্রতিনিধি
আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হেলথ কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ গাজা’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, গাজার নিরীহ শিশু ও নারীদের উপর নৃশংস হামলা মানবতার বিরুদ্ধে একটি বড় ধরনের অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বলেন, “আমরা নার্সিং শিক্ষার্থী হিসেবে মানুষের জীবন বাঁচানোর শিক্ষা নিচ্ছি। আর গাজায় প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে—এটা আমরা মেনে নিতে পারি না।”
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পথচারীরাও সংহতি প্রকাশ করেন। প্রোগ্রাম শেষে দোয়া মাহফিলের মাধ্যমে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।