রাজশাহীতে ছিনতাইকৃত সাইকেল উদ্ধার গ্রেফতার ৪

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক রাজশাহী
রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বিশাল (২০), মো: তানজীম আহমেদ (২০), মো: নাঈম হোসেন (২০) ও মো: সাঈদ হাসান শান্ত (২১)। বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো: ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো: রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো: টুটুল শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত ১০ টায় দামকুড়া থানার তালুকপাড়ায় চার ছিনতাইকারী দু’টি মোটরসাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে পালিয়ে যায়। এদিকে হাবিব তার পরিচিত একজনকে মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনাটি জানায়। ঐ ব্যক্তি স্থানীয় জনতাকে নিয়ে সল্লাপাড়া বটতলা মোড়ে পথরোধ করে দুই ছিনতাইকারীকে সাইকেলসহ আটক করে। এসময় দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কর্ণহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইকেলসহ আসামিদের হেফাজতে গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা জানায়। ঘটনাস্থল দামকুড়া থানাধীন হওয়ায় জব্দকৃত বাই সাইকেলসহ আসামিদের দামকুড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁদের টিম আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ২৩ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ দিবাগত রাত ৪ টায় অভিযান পরিচালনা করে পলাতক অপর আসামি নাঈম ও সাঈদকে গ্রেপ্তার করে। এসময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *