সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জয়পুরহাটের কালাই উপজেলায়। সকাল ৯টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান, কৃষি অফিসার অরুণচন্দ্র রায়, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হাসান এবং বীর মুক্তিযোদ্ধা মো. আ. মতিন সরকার।
এছাড়াও, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।