জয়পুরহাট কালাই প্রতিনিধি: সুকমল চন্দ্র বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনে আয়োজনে ২০ শে মে ২০২৪ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারি,উপজেলা স্বাস্থ্য প, প, কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাসান আলী, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও কালাই মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির উদ্দিন মাষ্টার সহ আরো অনেকে। অত্র সভায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সময় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।