বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি প্রতিবেদক,
পুঠিয়া : ট্রেন আসার আগে ব্যারিকেড ফেলা হয়েছিল। কিন্তু ব্যারিকেডের নিচ দিয়ে পার হয়ে রেললাইনে উঠে পড়ে একটি মোটরসাইকেল। তখনই ট্রেন এসে মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় বেশ খানিকটা দূর। আর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে তারা প্রাণ হারান।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগে আরো পড়ুন
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথমর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন
বাঘায় আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুিষ্ঠত,
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটিরদোয়া ও ইফতার মাহফিল
নিহত দুজন হলেন- নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেলপুকুর রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ব্যারিকেড ফেলা হয়। কিন্তু মোটরসাইকেলটি ব্যারিকেডের নিচ দিয়ে ঢুকে লাইনে উঠে যায়। আর তখনই ট্রেন চলে এলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *