বাংলাদেশের ফুটবলে হামজা আশীর্বাদ’

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক :
শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে মঙ্গলবার লাল-সবুজের জার্সিতে অভিষেক হলো হামজা চৌধুরীর। জয়ে অভিষেক রাঙাতে না পারলেও গোলশূন্য ড্র ম্যাচে ইংলিশ ক্লাব শেফিল্ডের এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারের পারফরম্যান্সে অভিভূত বাংলাদেশের সাবেকরা। তাদের বিশ্বাস জাতীয় দলে হামজার মতো আরও কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ হলে নতুন দিগন্ত উন্মোচিত হবে বাংলাদেশ ফুটবলে—

দেশের ফুটবল যেন মরুভূমি। তাতে পানির সঞ্চার করেছে হামজা চৌধুরী। এই ম্যাচের আগে দেশের ফুটবল সমর্থকরা হামজা-নির্ভর হয়ে পড়েছিলেন। পৃথিবীর অন্যতম সেরা লিগে খেলা ফুটবলারকে পেলে এমনটা হয়। কিন্তু একজন হামজা তো আর দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারবে না। হামজা দুর্দান্ত খেলেছে। অসম্ভব ভালো খেলেছে। আমাদের ডিফেন্স সে জমাট করে রেখেছিল। কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো খেলোয়াড় প্রয়োজন। আমি আশা করেছিলাম সহজ গ্রুপে পড়ায় দ্বিতীয় পর্বে যেতে পারবে বাংলাদেশ। সেই সুযোগ এখনো রয়েছে। দেখা যাক কী হয়।

হাসানুজ্জামান খান বাবলু, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ

এক হামজা চৌধুরী এসে পুরো দলকে বদলে দিয়েছে। তার উপস্থিতি বাংলাদেশের খেলোয়াড়দের উজ্জীবিত করেছে। আস্থা ও সাহস বাড়িয়ে দিয়েছে। ম্যাচের প্রথমদিকে যে সুযোগ আমরা পেয়েছিলাম, তা কাজে লাগাতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম। হামজা যে বিশ্বমানের ফুটবলার, তার খেলা দেখেই বোঝা গেছে। তার ট্যাকলিং, ডিফেন্ডিং, বল ডিস্ট্রিবিউশন ও গতি সব কিছুই যেন স্বপ্নের মতো। সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে দেশের জন্য। আমরা এমন ফুটবলাদেরকেই চাই, যারা দেশের জন্য জানবাজি রেখে খেলবে।

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সাবেক তারকা ফুটবলার

হামজা অসাধারণ খেলেছে। সে অ্যাটাকিং মিডফিল্ডার নয় ডিফেন্সিভ মিডফিল্ডার। যখন স্থানীয় ফরোয়ার্ডরা ফিনিশিং দিতে পারছিল না, তখন হামজা বুঝে যায়, গোল করা হবে না। তাই গোল হজম করা আটকাতে হবে। সেই ভূমিকায় এরপর দেখা যায় হামজাকে। সে সেরা পারফরম্যান্স দিতে চেষ্টা করেছে। এরকম আরও দু-চারজন প্রবাসী ফুটবলার আমাদের দরকার ছিল। ভারত আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে উপরে। স্বাগতিক দলের বিপক্ষে ড্র আমাদের জন্য জয়। আমার বিশ্বাস, হোম ম্যাচে ভারতের বিপক্ষে ভালো করবে হামজারা।

কায়সার হামিদ, সাবেক তারকা ডিফেন্ডার

হামজা সুপার খেলেছে। হামজা বাংলাদেশের ফুটবলের জন্য আশীর্বাদ। দেশের মৃতপ্রায় ফুটবলে প্রাণ ফিরিয়ে এনেছে হামজা। লোকাল ফুটবলাররা হামজাকে পেয়ে উজ্জীবিত। হামজার মতো আরও দু-একজনকে পেলে ভালো হবে।

আগামীতে আমরা এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখতেই পারি এখন। এখানে কোচের ভূমিকা আরও ভালো থাকতে হবে। ফিনিশিংয়ের অভাবেই আমরা ড্র করেছি। আমি বলব, অনেকদিন পর আমরা হামজার মতো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পেলাম। আমাদের সেই অভাবটা সে দূর করেছে। ম্যাচে সময় যত গড়িয়েছে, ততই ভালো খেলেছে সে। আমাদেরকে এক পয়েন্ট এনে দিয়েছে হামজা। নইলে শেষ ২০ মিনিটে গোল হজম করে মাঠ ছাড়তে হতো।

ছাইদ হাছান কানন, সাবেক তারকা গোলকিপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *