সুকমল চন্দ্র বর্মন (পিমল)জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকতা চৈতী রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জ্যেষ্ঠ সহসভাপতি মাশরেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
সিভিল সার্জন ডা. মো. আল মামুন জানান, এবার জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার মোট ৮২৫ টি কেন্দ্রে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২- ৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।