জন্মভূমি ডেক্স
রাজশাহীর বাঘায় আজিবুল ইসলাম (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারী ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হেলালপুর এলাকা থেকে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছে থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজিবুল ইসলাম রাজশাহীর বেলপুকুর থানার জামিরা দক্ষিণপাড়া গ্রামের জনাব আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের সহকারি পরিদর্শক রাজিউর রহমান বাদি হয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অস্ত্র আইনে মামলা দিয়েছেন। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।