জন্মভূমি নিউজ ডেস্ক
নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তারা স্বামী-স্ত্রী। গ্রেপ্তারের সময় এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তারের (৩৯) কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে একটি ডায়াগনস্টিকের সামনে থেকে ইয়াবা বেচা-কেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৫ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
মাদককারবারী এরশাদ উল্যাহর বাড়ি কক্সবাজারের টেকনাফের হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ায় এবং নাজমা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুরের মিঝি বাড়ি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং এলাকার বালুর মাঠের পাশে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি।’
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।