সিনিয়র স্টাফ রিপোর্টাররামবাবু বর্মন
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী তুহিনা আক্তার, শ্রী দেব দুলাল পাহান, আমিনুল ইসলামসহ আরও অনেকে।
সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলায় সমাজসেবার আওতায় ১২ হাজার ৫৭৭ জন বয়স্ক ভাতা, ৪ হাজার ৭৪৭ জন বিধবা ভাতা, ৪ হাজার ৭৪৭ জন প্রতিবন্ধী ভাতা, ৫২ জন অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, ২৫ জন হিজড়া ভাতা, ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা উপবৃত্তি এবং ৩৩ জন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীর শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ১৪ জন কৃষক ও কৃষাণীর মাঝে ২ লাখ ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করেন।
সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন বক্তারা।