দুর্গাপুরে জামায়াতে ইসলামী উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভা

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
রাজশাহী দুর্গাপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের উদ্যোগে উপজেলার নান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুব দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী নুরুজ্জামান লিটন।
এসময় তিনি বলেন, দেশের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও অপসংস্কৃতি চর্চাই যুব সমাজ ধ্বংসের মূল কারন।

একমাত্র রাসুল (সাঃ) এর জীবনেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই যুব সমাজকে কুরআন ও সুন্নাহ’র আলোকে জীবন গঠন করতে হবে। সভায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, তাহেরপুর পৌরসভা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহিল কাফি, রেলওয়ে এমপ্লয়িজ লীগ ওপেন লাইন শাখা (পশ্চিমাঞ্চল, রাজশাহী) সেক্রেটারি মনিরুল ইসলাম, শিবির নেতা মাহফুজুর রহমান ইমন, ইউনিয়ন নায়েবে আমীর অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *