নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলাধীন তানোর পৌরসভার প্রধান বাজার তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বিকেল চারটায় তানোর বাজারে সুসম্পন্ন হয়েছে। এর আগে গত ১৬ই নভেম্বর ২০২৪ ইং তারিখে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছিলেন জনাব মো: জাহাঙ্গীর আলম (জানে আলম), সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জনাব মোঃ টিপু সুলতান এবং কোষাধ্যক্ষ পদে বিজয়ী হন জনাব মোঃ তুহিন। বিজয়ী এই তিন জনকে আজ বিকাল ৪ ঘটিকার সময় তানোর গোল্লাপাড়া বাজারে প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ রাকিবুল হাসান (পাপুল সরকার) শপথ পাঠ করান। শপথ পাঠ করানোর পরে প্রধান নির্বাচন কমিশনার দিক নির্দেশনামূলক কথা বলেন। পরে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে বনিক সমিতির সাবেক সভাপতি জনাব সারোয়ার জাহান বাজারের উন্নয়নে দিক নির্দেশনা মূলক কথা বলেন। আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান। তিনি বাজারের উন্নয়নে দিক নির্দেশনা মূলক নানা কথা বলেন। উপস্থিত অনেক ব্যবসায়ী গণ সকলের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সকলে তানোর বাজারের সার্বিক উন্নয়ন কামনা করেন।
উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল সরকার, জনাব মোঃ আব্দুল জব্বার, জনাব মোঃ আলহাজ্ব খলিলুর রহমান, জনাব মোঃ আব্দুল খালেক মন্ডল, জনাব মোঃ মোশাররফ হোসেন ও জনাব মোঃ বিকাশ বিহারি। এছাড়াও বাজারের আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে তানোর গোল্লাপাড়া বাজারের সার্বিক উন্নয়ন কামনা করে শপথ অনুষ্ঠান শেষ করা হয়।
