নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে ওই যুবককে অজ্ঞাত ব্যক্তির হাসপাতালে এসে রেখে যান। পরে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, নিহত ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। থাক দুই পা পিটিয়ে থ্যাতলে দেওয়া হয়েছে। মুখ এবং শরীর বিভিন্ন স্থানেও হাতের রয়েছে। ব্যাপক নির্যাতনে দাগ ওই যুবককে হত্যা করা হয়েছে বলো জানাযায়।