পুঠিয়ায় আ.লীগ কর্মীদের হামলায় বিএনপির ৪ কর্মী আহত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামীলীগের কর্মীদের হামলায় বিএনপির ৪ কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সোয়া নয়টার দিকে জিউপাড়া ইউনিয়নের হাড়োখালি বাজারে এ ঘটনা ঘটে।এতে মকলেছুর রহমান (৫০), মিজানুর রহমান(৫৫), আবুল বাসার(৪০), মতিউর রহমানকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হাড়োখালি গ্রামের আওয়ামীলীগ কর্মী আসাদুল হক মাদক সেবন করে হাসুয়া হাতে নিয়ে সোমবার রাতে বাজারে এসে বিএনপির লোকজনকে গালিগালাজ করতে থাকে। বিএনপির কর্মী আবুল বাসার এঘটনার প্রতিবাদ করলে আসাদুল হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে অপর বিএনপি কর্মীরা এগিয়ে আসলে আওয়ামী লীগের কর্মী রাসেল, তুহিনসহ ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে তাদের কোপায় ও লাঠিপেটা করে। পরে তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *