মোহনপুরে পটল খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুঙ্গলবার০৯ (অক্টোবর) সকালে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার অন্তর্গত গুপইল গ্রামের
জনৈক মর্তুজার পটল খেতের ভেতর এই লাশটির সন্ধান পাওয়া যায়।মৃত ব্যক্তির নাম সাহাবুল ইসলাম (৪৮)।

তিনি মোহনপুর থানার অন্তর্গত গুপইল গ্রামের মৃত জেকের আলীর ছেলে।পেশায় তিনি মাছ ব্যবসায়ী,এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, লাশের সন্ধানকারী জনৈক ব্যক্তি গুপইল গ্রামের সকাতুল্লাহ’র ছেলে নূর মোহাম্মদ সকাল অনুমান ০৬টা: সময় তার ধান খেত দেখতে এসে সাহাবুলের অঢেল দেহ পড়ে আছে দেখতে পেয়ে নূর মোহাম্মদ তাঁর পরিবারের লোকজনকে সংবাদ দেয় ও মোহনপুর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পরিবারের লোকজন এবং মোহনপুর থানার তদন্ত (ওসি) আছের আলী সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশ দেখে পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তারা পুলিশ কে জানান গতকাল সকালে বাড়ি থেকে ০১(এক) লক্ষ টাকা নিয়ে সাবাই হাটে মাছ বাজারের উদ্দেশ্যে ব্যবসার কাজে রওনা হয়। তারপর দুপুরের দিকে পরিবারের সাথে ফোনে এক বার কথা বলে। পরে সাহাবুলের সাথে পরিবারের লোকজনের সাথে আর কোন কথা হয়নি।

মৃত সাহাবুলের পাশে পড়ে থাকা দুটি বিষের বোতল যাহার গায়ে অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানীর মারশাল২০ ইসি, লেখা ও ১৯৩৪(একহাজার নয়শত চৌত্রিশ) টাকা পড়ে থাকতে দেখা যায়। মৃত সাহাবুলের নাক ও মুখ দিয়ে বিষের ফেনা যুক্ত দুর্গন্ধ বের হচ্ছে। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।এই বিষয়ে তদন্ত (ওসি) জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।থানায় ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *