জন্মভূমি নিউজ ডেক্স
আজ আট (০৮ ই অক্টোবর ২০২৪ ইং) রোজ মঙ্গলবার।
আগামীকাল বুধবার ০৯ ই অক্টোবর অন্যান্য বছরের নেয় এবার ও শুরু হতে যাচ্ছে গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে আমতলীর কেরানের টেক নামক জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। এবং এর ই সাথে পাশাপাশি রয়েছে এক বিরাট আকর্ষণীয় মেলার আয়োজন। এই মুহূর্তে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে সারাদেশের ন্যায় কেরানটেকে ও গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাধীন সকল পূজা মন্ডব গুলোতে শেষ দিন হিসেবে সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে।আর এই দুর্গাপূজা উপলক্ষে আত্মস্থানে মেলা কে কেন্দ্র করে চলছে সকল ধর্মবিলম্বীদের আনন্দ উৎসব। অতএব এই পূজাকে কেন্দ্র করে যেন কোন প্রকার হামলা মোকদ্দমার সৃষ্টি না হতে পারে সেজন্য রয়েছে কঠিন নিরাপত্তার ব্যবস্থা এবং অন্যান্য বছরের ন্যায় এই বছরও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে রয়েছে কঠিন নিরাপত্তার ব্যবস্থা। উক্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য রয়েছে আনসার, ভিডিপি, এবং বিজিবি এর পাশাপাশি এবার অন্যান্য বছরের চেয়ে কঠিন নিরাপত্তার জন্য পাশাপাশি থাকবেন রেব ও সেনাবাহিনী। গ্যারানটেক পূজা মন্ডপে সড়জমিনে ঘুরে দেখে দুই একজনের সাথে কথা বলে জানা যায় যে এখানে কোন প্রকার হাঙ্গা দাঙ্গা গন্ডগোল হওয়ার কোন সম্ভাবনা নেই আবার হতেও পারে কারণ দেশের সার্বিক অবস্থার কথাও বিবেচনায় আছে বলে জানান তারা অন্যান্য বছরের ন্যায় এবারও সকলে মিলে উক্ত দুর্গোৎসব আনন্দের সহিত পালন করতে চায় এবং করতে পারবে বলে ওনাদের আশা।
