বাঘা উপজেলা প্রতিনিধি।
উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য সাহায্য ( নগদ টাকা) সংগ্রহ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাজশাহী জেলার বাঘা উপজেলা শাখা দল।
রবিবার ( ০৬ অক্টোবর) বাঘা বাজার সহ আশেপাশের বিভিন্ন স্থানে হাতে বক্স নিয়ে সাহায্য সংগ্রহ করতে দেখা যায় তাদের। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ তুলে দিচ্ছেন রেড ক্রিসেন্ট এর প্রতিনিধিদের হাতে।
এই সাহায্য সংগ্রহে অংশগ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা শাখার সাবেক টিম লিডার আসিফ রহমান গুনজন, বাশার,রাজু আহমেদ ,জিসান, সাদিয়া প্রমুখ।
এ বিষয়ে বাঘা উপজেলা উপ-দলনেতা রাজু আহমেদ জানান, দেশের বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আর এরি ধারাবাহিকতায় আমরা উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য সাহায্য সংগ্রহ করছি। সেই সাথে দেশের সকল বিত্তবান মানুষদের অসহায়দের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।