কালাইয়ে জমি জমা জের ধরে চার জন আহত ।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাই পৌরসভা ৯ নং ওয়ার্ড কালাই মুন্সিপাড়ায় বাড়ির জায়গাকে কেন্দ্র করে মারধর করা হয়েছে। একই পাড়ার বাসিন্দা জাহিদুল পিতা মৃত শুকুর আলী এর সাথে মাফু ও শহিদুল পিতা মৃত আবুল এর বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ২১ শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিবাদ মেটানোর উদ্দেশ্যে গ্রাম্য সালিশ বসার কথা ছিল। সালিশ বসলেও মাফু ও শহিদুল সালিশে উপস্থিত না হওয়ায় লোকজন উঠে যায়। কিছুক্ষন পর মাফু ও শহিদুল এসে উক্ত জাহিদুল সহ তার স্ত্রী তহমিনা ও ছেলে সাগরকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখানোর ফলে জাহিদুলের স্ত্রী -ছেলেকে সাথে নিয়ে উল্লেখিত কালাই পৌর ২ নং ওয়ার্ড পূর্বপাড়ার বাসিন্দা মামা চা দোকানদার লুৎফর রহমানের বাড়িতে চলে আসেন। রাতে দোকান থেকে বাড়িতে ফেরে এসে ভাগ্নি ও তার ছেলেকে দেখে তাদের মুখে সব ঘটনা শোনার পর ভাতিজা সাজ্জাদুর রহমানকে ভাগ্নি এবং তার ছেলেকে তাদের বাড়িতে রেখে আসার কথা বললে সাজ্জাদুর রহমান তার ফুপাত বোন ও ভাগ্নেকে রাখার জন্য গেলে উক্ত শহিদুল, মাফু ও তার ছেলে সাগর সাজ্জাদুরের মাথায় আঘাত করলে সে ফোনে চাচা লুৎফর রহমান (চা দোকানদার) ও চাচাত ভাই সামসুল কে ফোনে বলেন, আমার মাথায় বড় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করেছে আমাকে বাঁচাও এমন কথা শুনে চাচা লুৎফর ও ভাই সামসুল ঘটনাস্থলে পৌছামাত্র উক্ত মাফু ও শহিদুল তার লোকজন নিয়ে রামদা দিয়ে সামসুলের মাথায় আঘাত করে আর চা দোকানদার লুৎফরের বুকে লক্ষ করে পাচা নিক্ষেপ করলে বাম পাশে বুকের উপরে পাচা বিদ্ধ হলে তার শরীর রক্তাক্ত হয় এবং তার ভাগ্নি জামাই জাহিদুল এর মাথায় আঘাত করা হয় ও তার ডান হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে সাজ্জাদুর রহমান ও সামসুল কে ২১ শে সেপ্টেম্বর ২০২৪ দিবাগত রাত সাড়ে ১০টায় স্থানীয় কালা�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *