বিএনপির নাম ভাঙ্গিয়ে রাজশাহীর বাগমারায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা জেএমবি ক্যাডারদের

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

রাবিনা আক্তার সেতু স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন খোদ বিএনপি নেতারা। শনিবার দুপুর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, জেএমবি ক্যাডার মামুন মহুরী ওরেফে জেএমবি মামুন, কুখ্যাত জেএমবি ক্যাডার মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুতন খামারু এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন ছাত্রদল নেতা কাউসার ও সাব্বিরসহ সন্ত্রাসীরা গত ৮ সেপ্টেম্বর হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে। ওই দিন হাট বার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করে। কিন্তু উল্টো তারা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, শ্রমিক ইউনিয়নে ২৪ জন সদস্য রয়েছে। যাদের মধ্যে ১০ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পদ বহন করে। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। মূলত ১৫ মামলার আসামী জেএমবি ক্যাডার মামুন মহুরি ও রতন খামারু কিছু ছাত্রদল নেতাদের ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযাযী শ্রমিক ইউনিয়ন দখলে নিষেধ করায় তারা মামলায় আমাকে প্রধান আসামী করে মামলা করেছে বলেও অভিযোগ করেন বেলাল উদ্দিন।

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিস্কারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। এরা সবায় শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *