রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে পালিত হলো পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকালে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের কেন্দ্রীয় হনুমানজিউর মন্দিরের সামনে অনুষ্ঠানের শুরু হয়। চন্ডিপাঠ ও গিতা যজ্ঞের মধ্যদিয়ে আলোচনা সভা করা হয়।

জন্মাষ্টমীতে এবার বানভাসীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার অসীম কুমার।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগরের সাংগঠনিক সম্পাদক সুব্রত রায় ও রাজশাহী ইসকন এর অধ্যক্ষ রামেশ^র গৌর দাস। এছাড়াও অত্র অত্র ফ্রন্টের অন্যান্য সদস্য, বিভিন্ন মন্দিরে পুরোহিত ও সনাতন ধর্মের শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর সাহেব বাজার থেকে সোনাদীঘি দিয়ে রানীবাজার হয়ে সাগরপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সভাস্থলে গিয়ে শেষ করেন। সেখানে সবাই মিলে নেচে গেয়ে দিনটি উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *