মোঃ শাসুদ স্টাফ রিপোটার নরসিংদী
বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে,।হাজার হাজার ছাত্র জনতা শহীদি হয় বাংলার মাটিকে রক্তে রঞ্জিত করে। এই স্বৈরাচার সরকার, ছাত্র-জনতার রক্তের উপর ভর করে, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মচনতে বসে থাকতে চেয়েছিল। সন্ত্রাসী বাহিনী দিয়া তার শেষ রক্ষা হলো না। ৫ ই আগস্ট ছাত্র-জনতা ও সাধারণ মানুষ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে দ্বিতীয়বার স্বাধীন করে, নতুন একটি বাংলাদেশ উপহার দিল, হাজার হাজার ছাত্র-জনতা রক্তের বিনিময়ে বাংলার মানুষ গণতন্ত্র ও স্বাধীন বাংলাদেশ পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর আহত নরসিংদীর সুমন কে কুর্মিটোলা হাসপাতালে আই,সি,ইউ,তে দেখতে এবং তার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান,
– বিএনপির যুগ্ম মহাসচিব জাতীয় বীর জননেতা খায়রুল কবির খোকন , ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জাতীয় অগ্নিকন্যা শিরীন সুলতানা ,
এবং আহত সুমনের পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন ও তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত অবস্থায় হাসপাতালে ও বাড়িতে আছেন, দেশবাসীর কাছে সবার জন্য দোয়া চাইলেন খায়রুল কবির খেকন ।