মোহনপুরে সনাতন (হিন্দু)সম্প্রদায়ের উপজেলা প্রশাসন ও বিএনপি, জামায়েত এর সাথে মত বিনিময়

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহী মোহনপুর উপজেলায় মোহনপুরে সনাতন (হিন্দু)সম্প্রদায়ের উপজেলা প্রশাসন ও বিএনপি,
জামায়েত এর নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হলরুমে বিকালে মোহনপুরের সনাতন (হিন্দু) সম্প্রদায়ের ২৪ টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদেের নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।এবং সভায় আগামী ২৬ শে আগষ্ট শুভ জন্মঅষ্টমী এবং দূর্গা পূজা উদযাপনের প্রস্তুতি গ্রহন করার কথা বলা হয়।
এই মতবিনিময় সভায় সনাতন (হিন্দু) সম্প্রদায়ের নেতাকর্মীরা অভিযোগে বলেন,কিছু বাড়িঘর ভাংচুর করা হয়েছে এবং পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন এর মার্কেটের দোকান ঘরে জোর পূব্বর্ক ভাবে তালা মারা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ওসি হরিদাস মন্ডল,উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুর -আর- রশিদ,যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল,সদস্য সচিব বাচ্চু রহমান,জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক মওলানা জি,এম আব্দুল আওয়াল,জামায়েত নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা,পূজা উদযাপন পরিষদের সভাপতি আরকে রতন,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমল সরকার।

উপজেলা প্রশাসন বক্তব্যে বলেন,সকলের মধ্যে শান্তি বজায় রাখার জন্য সরকারের সকল ধরনের পদক্ষেপ থাকবে।
বিএনপির আহবায়ক বলেন,সনাতন (হিন্দু)সম্প্রদায়ের সাথে সর্বদা আমাদের সুসর্ম্পক ছিলো এবং থাকবে।
জামায়েত ইসলামী আমীর বলেন,জামায়েত ইসলামী কখনো নৈরাজ্যে বিশ্বাসী নয়,সনাতন সম্প্রদায়ের সাথে সর্বদা আছি এবং থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *