পরিস্থিতি বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর পোরশায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় এ উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই একমত পোষণ করেন। যারযার অবস্থান থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার চেষ্টা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়াও রাজনৈতিক দলের নেতাদের দিকনির্দেশনা মেনে চলতে নিজনিজ দলীয় নেতাকর্মীদের আহবান জানানো হয়। বিভিন্ন জাতীগোষ্ঠি, সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
এতে বক্তব্য রাখেন ইউএনও আরিফ আদনান, মেজর কাওসার, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ্ আলম। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মাসুদ রানা, আজাহার আলী, রফিকুল ইসলাম গামা, ময়নুল ইসলাম শাহ্, জামায়াত নেতা সাগর আলী, নুরনবী, শরিফুল ইসলাম সহ ছাত্রজনতা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *