জন্মভূমি নিউজ ডেক্স
বান্দরবান জেলা লামা উপজেলা ও পৌরসভার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা লামা থানার ওসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে বর্তমান চলমান পরিস্থিতির উপর উভয় পক্ষের মধ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। বিশেষ করে সহিংসতা ভাংচুর অগ্নি সংযোগ সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এই বিষয়গুলোর উপর সজাগ থাকতে বলেছে। কারো প্রতি কোন প্রকার সন্দেহ হলে, পুলিশি সহযোগিতার প্রয়োজন হলে ওসি সাহেব সর্বদা প্রস্তুত সহযোগিতা করার জন্য।এক পর্যায়ে উপজেলা সভাপতি জনাব মোঃ আব্দুর রব বলেন ৫ তারিখ হইতে এ পর্যন্ত কোন প্রকার নাশকতা আমার দলের কর্মীরা করেনি বরঞ্চ মন্দির পাহারা দিচ্ছে বাস টার্মিনাল পাহাড়া দিচ্ছে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড গুলোতে নজরদারি বাড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশ মেনে বান্দরবান জেলার সেক্রেটারি জনাব মোঃ জাবেদ রেজার নেতৃত্বে সকল উপজেলা ইউনিয়ন পৌরসভা কর্মীবৃন্দরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে কাজ করছে।