নিজস্ব প্রতিবেদক
শামীম ওসমান। পুরোনো ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (সদস্য) শামীম ওসমান সপরিবারে বিদেশে গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।
তবে বিষয়টি গুজব বলে দাবি করেছেন শামীম ওসমান। তিনি দেশেই আছেন বলে জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে দেখা যায় শামীম ওসমানকে। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।
এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান ক্যাপশনে লেখেন, ‘গতকাল রাতে হঠাৎ করেই এমন একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়, আমি এবং আমার পরিবারের সদস্যরা থাইল্যান্ড চলে গেছি, যা সম্পূর্নরুপে ভিত্তিহীন। সকলের কাছে একটাই অনুরোধ, গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে