প্রধানমন্ত্রীর ছাত্রদের সাথে আলোচনায় বসার প্রস্তাব,প্রত্যাখ্যান করলেন ছাত্র নেতারা

খেলার খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

ডেস্ক নিউজ।।
আন্দোলনরত ছাত্রদের সাথে আলোচনায় বসতে চাইলেন প্রধানমন্ত্রী,ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কিন্তু সেই প্রস্তাবকে তাৎক্ষনিক ভাবে প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,গণভবনের দরজা সব সময় খোলা। আর কোনো সংঘাত চাই না। তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই। তাদের কথা শুনতে চাই।

আজ ৩ আগস্ট শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।
 
এ ছাড়া চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেয়া হয়েছে৷ সেইসঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে৷ 
 
সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।
আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন উপস্থিত পেশাজীবী নেতারা৷

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করতে চাওয়া প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, ‘আপোষহীনতার মূল্য মৃত্যু হলেও তা পরিশোধ করতে প্রস্তুত’। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *