স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসীন নকভি। আগামী ৩ বছরের জন্য নকভিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার অধীনে থাকছেন আরও ১০ সদস্য।
নকভির নিয়োগের ঘোষণা দিয়েছেন পিসিবির প্রধান নির্বাচন কমিশনার শাহ খাওয়ার। তিনি জানিয়েছেন আজ মঙ্গলবার থেকেই নকভি চেয়ারম্যান এবং আগামী কয়েকদিনের মধ্যেই তিনি তার দায়িত্ব বুঝে নেবেন। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার নকভির এই নিয়োগে বড় ভূমিকা রেখেছেন।
চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর নকভী বলেছেন, ‘সর্বসম্মতিক্রমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমার উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা। আমি দেশের খেলার মান উন্নত করতে এবং পাকিস্তানে ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব আনতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজ রাজার বিদায়ের পরই বোর্ডে চলছে অস্থিরতা। বেশ কিছুদিন পিসিবির পরিচালনা কমিটির তত্ত্বাবধান করেন নাজাম শেঠি এবং জাকা আশরাফ। এরপর পিসিবির ৩৭তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন নকভি। তিনি পাকিস্তানে মিডিয়া মোগল হিসেবে পরিচিত।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহসিন নকভির মূল কাজ হবে পাকিস্তান সুপার লিগকে উন্নত করা এবং জাতীয় দলকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া।